এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান। একই সাথে তিনি দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা নারী এবং পুরুষদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন। এসব বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি হিসেবে উপস্থাপন করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশকের বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে তিনি ১৭ কোটি মানুষের দেশকে উল্লেখযোগ্য দারিদ্র্য বিমোচনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের বেশিরভাগ সময়ে বাংলাদেশের বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭%।

৭৫ বছর বয়সী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পরপর তিনটি জাতীয় নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি সবমিলিয়ে চারটি নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্রক্ষমতায় থেকেছেন যা ইন্দিরা গান্ধী বা মার্গারেট থ্যাচারের চেয়েও একবার বেশি।

আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে যেটিতেও তিনি জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।

যখন আমেরিকার ভার্জিনিয়ায় হোটেল স্যুটে অবস্থান করছিলেন তখন সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট তার একটি সাক্ষাত্কার গ্রহণ করে। সেখানে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কী উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন?

জবাবে শেখ হাসিনা বলেন, আমি এই দেশটিকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ