:: ইবি প্রতিনিধি ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কন্ঠসদৃশ ‘অর্থনীতি বিভাগের নিয়োগ সংক্রান্ত বিষয়ে’ আরেকটি ফোনালাপের অডিও ফাঁস হয়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ৭ মার্চ রাতে ফারাহ জেবিন, আল বিদা ও মিসেস সালাম নামে আইডি থেকে এ ফোনালাপ ফাঁস হয়।
ফাঁস হওয়া অডিওতে উপাচার্য (কন্ঠসদৃশ) বলেন, ‘জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ঢাকায় আছি কালকে যাব। ১২ তারিখে আমাদের একটি মিটিং ছিল। ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কয়েকটা সার্কুলার দিয়েছে গতকাল বা গতপরশু। শুনেন ভাই আপনার যে নির্দিষ্ট যেটা দিতেই হবে এটা কম জিনিস না। হ্যাঁ, এটাই আমাকে একটু আগেই করে রাখবেন, আরকি।’
তিনি বলেন, ‘আপনার আরেকটা ভাইজি ছিল না ইকোনমিকসের জন্য। আমি এইটা নিয়ে একটা ই খুঁজে পাচ্ছি না। কিন্তু এইটা আমি মনে রাখসি। ও ফার্স্ট বা সেকেন্ড না হলেও আমি ব্যবস্থা করব। আচ্ছা যাহোক আপনার কেবল এক গেছে তাইতো। আপনি অ্যাপ্লাই-টেপ্লাই করেন। যখন আপনার ভাইবা কার্ড পাবেন হ্যাঁ আর ওখানে খেয়াল রাখবেন যেন ভাইবা থেকে না বাদ পড়ে। ও অ্যাপ্লাই করে এসে প্রথমে আমার সাথে দেখা করুক। আপনাকে ভাইবা পর্যন্ত তো প্রথমে আসতে হবে। রিক্রুইটমেন্টে যে রুলস সেগুলো তো আমাকেও করতে হবে। আপনি আমার কাছেই পাঠান আর ওর নামটা বলেন তো ‘জুবায়ের’ আর ওকে আপনার রেফারেন্স দিয়ে আমার সাথে সরাসরি যেন দেখা করে।’
এ বিষয়ে উপাচার্য শেখ আবদুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না। এই অডিও আমার হতেও পারে, নাও হতে পারে। আমি থানায় জিডি করেছি। পুলিশ বাকি ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের কন্ঠসদৃশ একাধিক ফোনালাপ ফাঁস হয়। সেই ফোনালাপে “নিয়োগ পরীক্ষার প্রশ্নবিষয়ক আলাপ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়”।