ইমাম মাহদি কখন আগমন করবেন?

:: হাফেজ ইমরান বিন সুলতান ::

জবাব_রাসূল (সা.) বলেন, ‘আখেরী যামানায় আমার উম্মাতের ভিতরে মাহদীর আগমণ ঘটবে। তাঁর শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, যমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন।’ [মুস্তাদরাকে হাকিম, সিলসিলায়ে সহিহা, হাদিস: ৭১১]

অন্য হাদিসে রাসূল (সা.) বলেন ‘আমি তোমাদেরকে মাহদীর আগমণ সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম-নির্যাতন দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান-যমীনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন।’ [মুসনাদে আহমাদ, মাজমাউয যাওয়ায়েদ ৭/৩১৩-৩১৪।

মোট কথা, হাদিস থেকে এতটুকু বুঝা যায় যে, তিনি আখেরি যামানায় আসবেন এবং জুলুম নির্যাতন নির্মূল করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তবে হাদিসের মধ্যে তার আগমনের নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি। তাই এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা উচিৎ নয়।

আল্লাহ তায়ালা আমাদের কে ইমাম মাহদী রং সাথী হবার তৌফিক দান করুন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ