নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি থাকবে : তথ্যমন্ত্রী

আগামী নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির কর্মসূচির সঙ্গে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। কারণ আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও আমরা কর্মসূচি দেব, না থাকলেও কর্মসূচি দেব।

বিএনপির পদযাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে বিএনপি পদযাত্রা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অসৎ উদ্দেশ্য ছিল তাদের। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক পাহারায় ছিল। শান্তি সমাবেশ করেছে, যে কারণে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ