:: শেরপুর প্রতিনিধি ::
শেরপুরের পাকুড়িয়া ভাটিয়াপাড়ে খালের ওপর ফাষ্টফুট ও কফি হাউজ দিয়ে তাক লাগিয়ে দিয়েছে মোঃ রিয়াজ উদ্দিন নামে এক যুবক।
প্রতিদিন প্রায় শতশত লোকের আনাগোনা হয় কফি হাউজে।
রিয়াজ উদ্দিন জনতার চোখকে জানান, এই কফি হাউজ দিয়ে তার পরিবার ছেলে মেয়ের খরচ চালাচ্ছেন ভালো ভাবে।
তিনি আরো জানান, তার অনেক দিনের স্বপ্ন ছিলো কফি হাউজ দেওয়ার তাই সে তার কফি হিউজের নাম দিয়েছে স্বপ্নপূরণ ফাষ্টফুড এন্ড কফি হাউজ। এখানে প্রতিদিন চা, কফি,কোল্ড কফি লাচ্ছি মোগলাই বাগার রুল রুটি সিংগারা পিয়াজু ইত্যাদি।