এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে জাপান সফরের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। আগামী এপ্রিলে এ সফর হতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতের বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম।

তিনি জানান, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে আগামী মার্চ বা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। তবে আনুষ্ঠানিক দিন-তারিখ তখন ঠিক হয়নি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় জাপানের রাজনৈতিক পরিস্থিতি ভালো না হওয়ায় প্রধানমন্ত্রীর সফর হচ্ছে না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ