ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে তারাকান্দা উপজেলার গোপালপুর খামারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সোহাগ মন্ডল এবং অটোরিকশাচালক ইমাদপুর গ্রামের মো. হাফিজুল ইসলাম।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, নিহত সোহাগ মন্ডল তার স্ত্রীকে নিয়ে অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। এ সময় গোপালপুর খামারবাজার নামক স্থানে পৌঁছালে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশার তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ