৬৮০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

যুদ্ধের ময়দানে ফের উত্তজেনা ছড়াচ্ছে রাশিয়া-ইউক্রেন। সম্প্রতি দেশ দুইটির মধ্যে হামলার সংখ্যা বেড়েছে। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার অন্তত ৬৮০ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে আরও জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫টি আর্টিলারি সিস্টেম ও ৭টি সাঁজোয়া যান ধ্বংস করেছে

তাছাড়া তিনটি রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ৩৬টি অপারেশনাল কৌশলগত ইউএভি ও ৭৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তাদের প্রকাশিত তথ্যে দাবি করা হয়, ইউক্রেনের হামলায় এখন পর্যন্ত ৩ লাখ ৬১ হাজারের বেশি রাশিয়ান নিহত হয়েছেন।

এর আগে ইউক্রেনজুড়ে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বের শহর খারকিভসহ একাধিক অঞ্চলে এই হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, নয়টি টুপোলেভ টিইউ-৯৫এমএস বোমারু বিমান নিয়ে হামলা চালায় রাশিয়া। গত ডিসেম্বরের শেষে তীব্র আক্রমণের সময়ও এই যুদ্ধবিমান ব্যবহার করেছিল মস্কো। সেবারের হামলায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ