সাড়ে ২২ লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ গ্রেপ্তার এক নারী

রাজধানীর রমনা এলাকা থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার হওয়া নারীর নাম মোছা. সালমা বেগম।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় রমনা থানার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার মান্না দে জানান, কিছু জাল টাকার ব্যবসায়ী রমনা থানার বড় মগবাজার এলাকার ভর্তা ভাত রেস্তোরার সামনে জাল নোট লেনদেন করছে বলে তথ্য আসে। এমন তথ্যের ভিত্তিতেই ওই স্থানে অভিযান চালায় স্মাগলিং এন্ড ফেইক কারেন্সি টিম।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সালমা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ