চলতি সপ্তাহে সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ ও প্রতিষ্ঠান অনুসারে নিয়োগ প্রক্রিয়া ভিন্ন। কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ দেবে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োগ দেয় শুধুমাত্র মৌখিক পরীক্ষার ভিত্তিতে। ভিন্নতা থাকে আবেদন প্রক্রিয়াতেও। কোথাও আবেদন করতে হয় অনলাইনে, কোথাও ডাকযোগে বা সরাসরি।
এক্ষেত্রে কিছুটা ভুল হলে চাকরি তো হয়ই না। উল্টো জলে যায় আবেদন ফি। সে জন্যই সাপ্তাহিক আয়োজন ‘এক নজরে সপ্তাহের সেরা চাকরি’-
এইচএসসি পাসে ভূমি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তরে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ভালো বেতনে জর্ডান যাওয়ার সুযোগ, থাকা খাওয়া ও বিমান ভাড়া ফ্রি
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি জর্ডানের ম্যাস অ্যাক্টিভ আল শাফী কোম্পানিতে লোকবল নিয়োগ দেবে।
৮ম শ্রেণি পাসে সরকারি সংস্থায় চাকরি, আবেদন ফি ১০০
বাংলাদেশ সরকারের অধীন একটি অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিভিন্ন পদে লোক নিচ্ছে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মানবসম্পদ ব্যবস্থাপনা ও সাচিবিক ইউনিটে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরির সুযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন।