:: শেরপুর প্রতিনিধি ::
আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (১মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক সাহেলা আক্তার প্রধান অতিথি হিসাবে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহাম্মেদ উপস্থিত থেকে র্যালীটি শুরু হয় কলেজ মোড় হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পুর্বের স্থানে গিয়ে সমাপ্তি ঘোষণা করেন। এরপরে নিউ মার্কেট মোড়ে ইসলাম টাওয়ারের( ৩য় তলা) ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ জেলা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ জেলা কার্যালয়ের জুম প্রধান মোঃজিয়াউল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ জেলা কার্যালয়ের এ জি এম মোঃমমিনুল ইসলাম মমিন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ এর নন্দির বাজার শাখার এ জি এম মোঃলুকমান হোসেন সহ অএ বীমা কোম্পানির বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গণ।