নারায়ণগঞ্জের কয়লা ঘাট এলাকায় বার্জের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে ১৫০ যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।
রোববার (২০ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জগামী এমএম আশরাফ উদ্দিন নামের লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
নৌপুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদকিদরে এ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
বিআইডাব্লিউর উপপরিচালক পারুলাল বৌদ্ধ জানান, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে বিস্তারিত বলা যাবে।