যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: নিউট্রিশন কো-অর্ডিনেটর। পদসংখ্যা: অনির্ধারিত। যোগ্যতা ও অভিজ্ঞতা: নিউট্রিশন সায়েন্সেস, পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে বিএসসি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এর মধ্যে এক বা দুই বছর নিউট্রিশন প্রজেক্ট বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে। সিএমএএম, আইওয়াইসিএফ ও এসবিসিসি ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে।
পাবলিক হেলথ বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইন থেকে আবেদন করতে পারবেন।