মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর ছেলে সালাউদ্দিন (২০)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মো. শিপন আহমেদ ঢাকা পোস্টকে জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর কৌশলে বসতঘরে প্রবেশ করে ভুক্তভোগী মা-মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে ৪ অক্টোবর চুনারুঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে শাকিল আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল মনছুর চৌধুরী সন্তুষ্টি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ