মানিকগঞ্জের সিংগাইরে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মাহমুদা নাহার মিতু (২৫)। পুলিশ আইডি নং- পি৯৮১৮২২০৭৭৬। রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ কনস্টেবল মিতুর গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ঢাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।