মাওলানা হেমায়েতুল্লাহ নূরের জানাজা সম্পন্ন

:: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতিসম্পন্ন মাওলানা হাফেজ মো. হেমায়েতুল্লাহ নূর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বৎসর। সোমবার (১৭ এপ্রিল) ফজর নামাজ শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত রাত ১৭ই এপ্রিল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়া। মরহুমের জানাজার নামাজে হাজার হাজার মানুষের ঢ্ল।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডস্থ খাটিহাতা মাদরাসা শায়খুল হাদীসের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া চলতি রমজানে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া জামে মসজিদে খতমে তারাবীহ’র নামাজও পড়াচ্ছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ ভাই-বোন এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ