ময়মনসিংহের গফরগাঁও রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামের এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আশিকুর রহমান উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গাীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাঁচটি ক্লিপসহ একজনকে আটক করা হয়েছে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ি থেকে আমাকে জানানো হয়েছে। তবে, তাকে এখনো থানায় নিয়ে আসা হয়নি।
গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার খবর পেয়ে আমি ও আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করি।
এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।