ভূমিকম্পের সময় আতঙ্কে দোতলা থেকে লাফ দিল দুই শিক্ষার্থী

কুমিল্লায় ভূমিকম্পের সময় আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া রহমতিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে- উপজেলার বদরপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. সায়েম (১৬) এবং বদরপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. মুনতাসির (১৯)।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, অত্র মাদ্রাসার দুই শিক্ষার্থী ভূমিকম্পের সময় আতঙ্কে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দেয়। এ সময় পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলে আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ