বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্র্যাক লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স, ব্যাংকিং রিলেশনশিপ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এমবিএ/ মাস্টার্স পাস হতে হবে। তবে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার থাকতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অডিটিং, ট্যাক্স, ভ্যাট, ট্রেজারি ফাংশন বিষয়ে জানা শোনা থাকতে হবে।
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্ট স্ট্যান্ডার্ডস বিষয়ে জানা শোনা থাকতে হবে। টেকনিক্যাল, ডায়নামিক ও চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অডিট, ট্যাক্স, ভ্যাট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৮ মে, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে।