ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গণেশ সিং (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের সিংগারুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গণেশ সিং সিংগারুল গ্রামের গ্রামপুলিশ বিজেত সিং-এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে গণেশ সিং তার বাড়ির টিনের চালায় উঠে ব্রাজিলের পতাকা টাঙানোর চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ