সারাদেশে ক্রমেই বেড়ে চলেছে গরমের তীব্রতা। প্রচণ্ড তাপে কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচ; রাস্তা পার হতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে। সঙ্গে তপ্ত রোদে হাঁসফাঁস জনজীবন। বৃষ্টির আশায় রাজধানীতে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার) আদায়ের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। (কমেন্টে গুগল লোকেশন) যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি।
তিনি আরো লিখেছেন, গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইস্তিসকার (বৃষ্টি প্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। সবাইকে নিজ নিজ এলাকায় ইস্তিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি।