বগুড়ায় কাঁচাবাজারে অভিযান, জরিমানা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ আলী জোহার নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব।

শুক্রবার বিকেলে কুতুপালং বাজারের উত্তরপাশে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আলী জোহার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর নুর সালামের ছেলে।

র‍্যাব-১৫ এর গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গা আলী জোহারকে আটক করা হয়৷ এ সময় তার দেহ তল্লাশি করে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। ঐ সময় র‍্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যান আলী জোহারের আরো দুই সহযোগী।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলার পর জোহারকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ