প্রবাসী কল্যাণ ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রবাসী কল্যাণ ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হতে। ব্যাংকটির পঞ্চম গ্রেডের ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদের মৌখিক আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ব্যাংকের এই মৌখিক পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে; চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ৩২টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬১ জন্য প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড পরীক্ষার্থীর জন্য ইস্যু করা হবে না। এর আগে ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রার্থীদের করোনাবিষয়ক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ