এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী রোববার (১৯ জুন) শুরু হচ্ছে। কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিতে একটি নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৬ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ নিষেধাজ্ঞার বিষয়ে জানানো হয়।
পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ বলে জানিয়েছে ডিএমপি, যা ১৯ জুন থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত বলবৎ থাকবে।