ইসলাম ধর্মে কাবাকে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। এটি মুসলমানদের কিবলা। অর্থাৎ মুসলমানরা যে দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে। পৃথিবীর যে স্থান থেকে কাবা যে দিকে মুসলমানগণ ঠিক সে দিকে মুখ করে নামাজ আদায় করেন। হজ্জ এবং ওমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন।
পবিত্র কাবার ভেতরে একটি শিলালিপিতে আরবিতে কতগুলো লাইন লেখা আছে। বাংলা অর্থ:
‘পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বের পালনকর্তা এবং আল্লাহর শান্তি ও বরকত বর্ষিত হোক মহান রাসুলদের ওপর, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবারের ওপর। তাঁর সকল সঙ্গীদের ওপর।’
পবিত্র কাবাঘরের সিঁড়িগুলির সংস্কার তাঁর বিশিষ্ট দুই পবিত্র মসজিদের রক্ষক, বাদশাহ খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নির্দেশে রবিউল মাসে সম্পাদিত হয়েছিল। আউয়াল, ১৩৯৭ হিজরি।