দেশীয় লিফট উৎপাদনে ভ্যাট সুবিধা বাড়ল

দেশীয় লিফট উৎপাদনকে উৎসাহিত করতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড়ের সুবিধা তিন বছরের জন্য বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর ফলে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত লিফটের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে নির্মাতারা ভ্যাট মওকুফ উপভোগ করবেন। গত ২১ মার্চ এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে এনবিআরের ভ্যাট বিভাগের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা এই বছরের ৩০ মার্চ শেষ হতে চলছে। লিফটের চাহিদার বিবেচনায় এনবিআর নতুন করে এ সুবিধা বৃদ্ধি করল। এনবিআর সর্বপ্রথম ২০২০ সালের ১৪ মে দেশীয় লিফট তৈরি সক্ষমতা বৃদ্ধির জন্য ভ্যাট অব্যাহতি সুবিধা দেয়।

বর্তমানে ওয়ালটন এবং আরএফএল গ্রুপ নামের স্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশে লিফট তৈরি করছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ