‘দুর্যোগ মোকাবিলায় আরও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, আমরা প্রতিটি দুর্যোগের পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দেখতে পাই আমাদের আশ্রয়কেন্দ্রে ও মুজিব কিল্লা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে দুর্যোগের সময় অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রের আওতায় আনতে হয়। এ অবস্থায় দেশে আরও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। তাই আমরা আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এনামুর রহমান আরও বলেন, বর্তমানে দেশে ৪২৩টি আশ্রয়কেন্দ্র ও ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া আরও এক হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করা হবে।

পরে মনপুরা উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে এ সময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ