দায়িত্বে অবহেলায় চাকরি হারালেন ডিএনসিসির কর্মচারী

দায়িত্বে অবহেলা করে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ এর স্প্রে-ম্যান হাসান তারেক। পাশাপাশি তার বিরুদ্ধে চুরি, আত্মসাৎ ও প্রতারণার অভিযোগও রয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করতে অফিস আদেশ জারি করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, ডিএনসিসির অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার স্প্রে-ম্যান হাসান তারেককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, উত্তর সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর ৪৯ এর (ক), (খ), (ঘ) ও (চ) উপ-বিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অদক্ষতা, চুরি, আত্মসাৎ ও তহবিল প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রমাণিত হয়েছে। যে কারণে বিধিমালার ৫৫ এর (৪) উপবিধি মোতাবেক তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা পাবেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ