রূপায়ণ গ্রুপের অধীন রূপায়ণ আইটি অ্যান্ড ই-কমার্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : এমবিএ/বিবিএ পাস। প্রফেশনাল কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
বয়সসীমা ২৪-৩২ বচর। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সেলস, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড করপোরেট ডিজিটাল সার্ভিস বিষয়ে জানাশোনা থাকতে হবে।
ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের পটু হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অ্যাপ্লিকেশন চালনায় দক্ষ হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও টিএ/ মোবাইল বিল, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ ও বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৩ এপ্রিল, ২০২২