তেল উৎপাদন কমাবে রাশিয়া

ইউক্রেনের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর রাশিয়ার তেলের দামের ঊর্ধ্বসীমা ব্যারেলপ্রতি ৬০ ডলারে বেঁধে দিয়েছিল পশ্চিমাবিশ্ব। এর পাল্টা প্রতিক্রিয়ায় তেল উৎপাদন কমানোর ঘোষণা দিল রাশিয়া।

রাশিয়ার তেল উৎপাদন কমানোর এই ঘোষণার পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেল দাম প্রায় ২ শতাংশ বাড়ে।

শুক্রবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, বর্তমানে উত্তোলিত অপরিশোধিত তেলের পুরোটাই বিক্রি করা হচ্ছে। কিন্তু যে সমস্ত দেশ দরের ওই ঊর্ধ্বসীমা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেনে চলছে, তাদের কাছে রাশিয়া তেল বিক্রি করবে না। সেই সূত্রে রাশিয়া আগামী মাস থেকে স্বেচ্ছায় দৈনিক ৫ লাখ ব্যারেল উৎপাদন কমাবে।

পশ্চিমা দেশগুলো দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পাল্টা হিসেবে রাশিয়ার উৎপাদন কমানোর ঘোষণা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে দিতে পারে।

তেলের বিকল্প জোগানের পথ খোঁজা সহজ হওয়ায় উৎপাদন কমিয়ে রাশিয়া কতটা সাফল্য পাবে, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ