ঢাকা-কক্সবাজার রুটে আরও ১ জোড়া নতুন ট্রেন

আগামী ১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া খুলনা-যশোর-মংলা-যশোর-খুলনা রুটে আরও একটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার (৬ ডিসেম্বর) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই তথ্য জানান।
পর্যটন নগরী কক্সবাজার ও রাজধানী ঢাকার মধ্যে বাণিজ্যিকভাবে কাঙ্ক্ষিত ট্রেন চলাচল শুরু হয় গত ১ ডিসেম্বর থেকে। বর্তমানে একটি ট্রেন এই রুটে চলাচল করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ নভেম্বর কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনের সময়সূচি নির্ধারণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করে রেল বিভাগ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ