বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান বর্তমান-সাবেকদের মিলনমেলায় পরিণত হয়। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ চিত্র দেখা যায়।
এ সময় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বদিউজ্জামাল সোহাগ, এনামুল হক শামীম, আল নাহিয়ান খান জয়, লিয়াকত সিকদার; সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ইসহাক আলী খান পান্না, সিদ্দিকী নাজমুল, গোলাম রাব্বানী, এস এম জাকির হোসেন প্রমুখ।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সাবেক সাধারণ সম্পাদক সাজাদ সাকিব বাদশা, মোতাহার হোসেন প্রিন্স, ওমর শরীফ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর রাজপথের সতীর্থদের দেখা পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে পড়েন সাবেক এ নেতারা। বুকে জড়িয়ে স্মৃতিচারণ করেন সোনালী দিনগুলোর।
স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ আমাদের প্রথম প্রেম, ৭৫তম জন্ম দিবসে ৭৫ বার অভিনন্দন জানাই ছাত্রলীগকে। আমরা যারা আজ এ ঐতিহাসিক অপরাজেয় বাংলায় দাঁড়িয়ে আছি আমরা কারা? আমরা ছাত্রলীগের আন্দোলন সংগ্রামের সৃষ্টি, আমরা সবাই ছাত্রলীগের সৃষ্টি। এখানে যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছে কিংবা অন্যভাবে অবদান রাখছে সবাই ছাত্রলীগের প্রডাকশন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কমিটমেন্ট কর্মী, এটাই আমাদের পরিচয়।