গোপালগঞ্জে বাসের ধাক্কায় লাশ হলো দুই ভাই

গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিনহাজ মিনা ও তানভীর মোল্লা। মিনহাজ মিনা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভাণ্ডার খোলা এলাকার মাহবুব মিনার ছেলে ও তানভীর মোল্লা একই এলাকার রকিত মোল্লার ছেলে। সম্পর্কে তারা খালাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেতু পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জ শহরমুখী মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে ঘটনাস্থলে মিনহাজ মিনা মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তানভীর মোল্লা মারা যান। তানভীর মোল্লা গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শেণির শিক্ষার্থী ও মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

গোপালগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এস এম রিপন জানান, মরদেহ হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ