:: ইবি প্রতিনিধি ::
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে চাইনা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করে তারা।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন জোদ্দার বলেন, গুচ্ছ পরীক্ষার নানা অব্যবস্থাপনা এবং শিক্ষার্থীর সংকটের বিষয়গুলো আমলে নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন শিক্ষকরা। শিগগিরই বিষয়টি চিঠি আকারে উপাচার্যকে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইবি শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, যে আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়ে গুচ্ছ চালু হয়েছিলো তা পূরণ হয়নি বরং ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা