গুচ্ছে থাকার পক্ষে ১৯ ভিসি, সময় চেয়েছে জবি

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে ১৯ বিশ্ববিদ্যালয় বিগত বছরের ন্যায় গুচ্ছ পদ্ধতিতে থাকার পক্ষে রয়েছে।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। কয়েকজন উপাচার্য ভার্চুয়ালিও যুক্ত হন।

সভা সূত্রে জানা যায়, গুচ্ছে নাকি আলাদা ভর্তি পরীক্ষা- তা নিয়ে আলোচনা হয়েছে। ১৯ জন উপাচার্য গুচ্ছের পক্ষে রয়েছেন। জবি উপাচার্য সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন।

এ বিষয়ে গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, জবি উপাচার্য ছাড়া বাকি ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকার পক্ষে মত দিয়েছেন। আরও আলোচনার জন্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রস্তাব রাখা হয়েছে। শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ