গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম কলেজ রোডের পাশে বাগদাদ টাওয়ারের তৃতীয় তলায় কসমেটিকস দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই ভবনের তিনটি দোকান ও মালামাল পুড়ে গেছে।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে বাগদাদ টাওয়ারের তৃতীয় তলায় কসমেটিকসের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পার্শ্ববর্তী আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেলে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান।
পরে দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাণিজ্যিক ও আবাসিক এ ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটলেও কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সন্ধ্যা ৭টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।