খালেদার সাজা স্থগিতের মেয়াদের বিষয়ে আজই মতামত দেবে আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে আজকের (বুধবার) মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আনিসুল হক বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেন আদালত। যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুই-আড়াই বছর আগে ওনার বিষয়ে পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়। সেটাতে কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে একটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। এটা কিন্তু জামিন না, এটা মুক্তি।’

ওনারা আরেকটা দরখাস্ত করেছেন, এক্সটেনশনের। সেই দরখাস্তটা আমার কাছে এসেছে। আমরা মতামত পাঠিয়ে দেব। সেই মতামত জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলেন আইনমন্ত্রী।

কবে নাগাদ জানতে পারব-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকেই চলে যাবে ইনশাআল্লাহ।’

এর পরের পদক্ষেপ কী? মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে?- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না। আমার মনে হয় না, এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে। কারণ গতবার যেটা দিয়েছিলাম, সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ