কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে ৩নং সতর্ক সংকেত থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। তাই আমরা জাহাজ চলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছি। সকালে কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা দিয়ে সেখানে অবস্থিত পর্যটকদের নিয়ে সেন্টমার্টিন থেকে কক্সবাজার উদ্দেশ্য ছেড়ে এসেছে কর্ণফুলী এক্সপ্রেস। এ মুহূর্তে জাহাজ সাগরের মাঝে রয়েছে। সন্ধ্যার মধ্যে কক্সবাজার ঘাটিতে পৌঁছার কথা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ