ইন্টারন্যাশনাল রাইস রিসার্স ইন্সটিটিউট ( আইআরআরই) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার/ অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, স্নাতক ডিগ্রির সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফটোকপি, কোলাটিং, বাইন্ডিং ও রিপোর্ট রাইটিং কাজে সিদ্ধহস্ত হতে হবে। ক্যাশ, পেমেন্ট বিল, ফার্স্ট এইড বক্স সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : ১৯৯৬৭-৩৭৫০৮ টাকা। এছাড়াও মূল বেতনের ৩০ শতাংশ বাসা ভাড়া, মাসিক ৬০০০ হাজার টাকা ট্রান্সপোর্ট অ্যালায়েন্স, উৎসব ভাতা বছরে দুই বার, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, রিটার্নিং মাদার অ্যালায়েন্স মাসিক ২০০০ করে ৯ মাস পর্যন্ত প্রদান করা হবে। তাছাড়া মেডিকেল ইন্সুরেন্স বছরে ১৬০০০ ইউএস ডলার প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৭ জুলাই, ২০২২