ইবিতে ৭ দিনব্যাপী শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

:: ইবি প্রতিনিধি ::

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপি অমর একুশে বইমেলা। মেলাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বিভাগ, রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলো। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষদ ভবনের পাশে আম্রকাননে শুরু হবে এই মেলা

এস্টেট অফিস সূত্রে, এবারের বইমেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ৪০ টা স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলাকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বইমেলার বিষয়ে তারুণ্য’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তারুণ্য’র সদস্যরা দুপুর থেকেই স্টল ডেকোরেশনের কাজে ব্যস্ত সময় পার করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যে বইগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দিব। আশাকরি সুন্দরভাবে বইমেলা উদযাপিত হবে।

এস্টেট অফিসের প্রধান শামছুল ইসলাম জোহা বলেন, ইতোমধ্যে আমরা বইমেলার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। এই মেলা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ