:: ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশবিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চেীধুরী অন্তরা ও তার সহযোগী ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাচ্ছুমকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্যাতনকারী ২ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থাকার নির্দেশ দেয়।
এ বিষয়ে হাইকোর্ট মন্তব্য করে বলেন ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। এছাড়া বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ ও নির্যাতনের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে নির্যাতিত হওয়া শিক্ষার্থীর ভিডিও বিটিআরসিকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দেশরত্ন শেখ হাসিনা হলে ১ম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিং দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার ওই শিক্ষার্থী প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন। পরে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহকর্মীদের গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট করা হয়।