ইউক্রেন সীমান্তের কাছে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট মারা গেছেন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বৃহস্পতিবার বেলগোরোদের ভালুকি শহরের কাছে যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে। জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস বলেছে, বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছেন। ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।

বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাদকভ বলেছেন, জরুরি পরিষেবা বিভাগ এবং তদন্তকারীরা ভালুকি শহরের কাছের দুর্ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছেন তারা।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের সাথে ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্ত রয়েছে। এক বছর ইউক্রেনে রাশিয়ার পুরোমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে প্রায়ই গোলাবর্ষণের ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ