আমরা রাজনীতি করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা ইবাদত এবং রাজনীতি করি একমাত্র আল্লাহ তা’য়ালাকে খুশি করার জন্য। সুতরাং আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দায়িত্বশীল হয়েছি সবাইকে সক্রিয়ভাবে দ্বীনের বিজয়ের জন্য কাজ করতে হবে। এদেশের মানুষের প্রকৃত মুক্তি লুকিয়ে আছে ইসলামের মাঝেই। আমরা ইসলামকে বিজয়ী করে এর প্রকৃত সৌন্দর্য মানুষের সামনে উপস্থাপন করতে চাই।

রোববার (২৯ জানুয়ারি) পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর দক্ষিণের বর্ধিত মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে শুরা অধিবেশনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মহা-সচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।

শুরা অধিবেশনে মহানগর দক্ষিণের আওতাধীন ২৪টি থানার কমিটি বিলুপ্ত করে ২৭টি থানার কমিটি ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন হাজারীবাগ থানা সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি আবু হানিফ, লালবাগ থানার সভাপতি হাকিম আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা ক্বারি সাইদুর রহমান, চকবাজার থানার সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, সেক্রেটারি মো. সুলাইমান, ধানমন্ডি থানার সভাপতি হযরত আলী, সেক্রেটারি ইখলাসুর রহমান, কলাবাগান থানার সভাপতি মো. শহিদুল আলম খোকা, সেক্রেটারি রেজাউল করিম রাজু, নিউমার্কেট থানার সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সেক্রেটারি মাওলানা কামাল হোসেন, শাহবাগ থানার সভাপতি তকদির হোসেন রুবেল, সেক্রেটারি কামরুল হাসান সুমন, বংশাল থানার সভাপতি আবদুল্লাহ মুরাদ, সেক্রেটারি মো. শাহ আলম, কোতোয়ালি থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সেক্রেটারি মো. জাকির হোসেন, সুত্রাপুর থানার সভাপতি হাজী মাসুম বিল্লাহ, সেক্রেটারি আলমগীর হোসেন, গেন্ডারিয়া থানার সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ওয়ারী থানার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, মতিঝিল থানার সভাপতি ইঞ্জিনিয়ার রাসেল খান, সেক্রেটারি মো. আলম হোসেন, পল্টন থানার সভাপতি কবির হোসেন খোকন, সেক্রেটারি নাসির উদ্দিন শরীফ, শাহজাহানপুর থানার সভাপতি মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা সৈয়দ হাফিজুর রহমান, শ্যামপুর থানার সভাপতি বেলাল হোসেন আরিফ, সেক্রেটারি মোশারেফ হোসেন, কদমতলী পশ্চিম থানার সভাপতি কারী মাসুদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান, কদমতলী পূর্ব থানার সভাপতি হাজী ওসমান গনি নবী, সেক্রেটারি মাহবুবুর রহমান মামুন, যাত্রাবাড়ী পশ্চিম থানার সভাপতি শাহীন তালুকদার, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ, যাত্রাবাড়ি পূর্ব থানার সভাপতি মাওলানা আল আমিন, সেক্রেটারি মুফতি ওমর ফারুক, ডেমরা উত্তর থানার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি মো. নেছার উদ্দিন, ডেমরা দক্ষিণ থানার সভাপতি হাজী এমদাদুল হক, সেক্রেটারি আব্দুল হাকিম, মুগদা থানার সভাপতি হানিফ শিকদার, সেক্রেটারি জানে আলম সোহেল, সবুজবাগ থানার সভাপতি মাওলানা নোমান আল হোসাইনী, সেক্রেটারি মো. নজরুল ইসলাম, খিলগাঁও থানার সভাপতি ইফতেখার আহসান, সেক্রেটারি আবু মাহমুদ, রমনা থানার সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, সেক্রেটারি মো. খোরশেদ, কামরাঙ্গীরচর থানার সভাপতি ডা. এহতেশামুল হক শাহীন, সেক্রেটারি হাফেজ আবু তাহের।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ