৩৫০ কোটি টাকার নিচে পুঁজিবাজারের লেনদেন

দিনভর সূচক ওঠা-নামার মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে লেনদেন কমেছে আশঙ্কাজনক হারে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে দশমিক ৯৩ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার বাজারে ৩০০টি প্রতিষ্ঠানের মাত্র ৫ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৫১৬টি শেয়ার কেনা-বেচা হয়েছে। অঙ্কে যার পরিমাণ ৩২৩ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে অর্ধেক।

আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬টির ও কমেছে ২৮টির। আর অপরিবর্তিত ছিল ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৯পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ