শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের জন্য অনলাইনে ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত তথ্য হালনাগাদ করতে পারবে প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার (৩১ মে) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (যুগ্ম সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীনের সই করা বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে নতুন ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করার জন্য ৩১ মে পর্যন্ত সময় নির্ধারিত ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সময়সীমা আগামী ৭ জুন রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e-requisition) প্রদান করা সম্ভব হবে না।

এর আগে গত ২৮ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে ই-রেজিস্ট্রেশনের নির্দেশনা দেয় এনটিআরসিএ।

জানা গেছে, ৪র্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম গ্রহণ করার নিমিত্তে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধানদের বলা হয়েছে। যেসব প্রতিষ্ঠান নতুনভাবে ই-রেজিস্ট্রেশন করবে তাদের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে ই-রেজিস্ট্রেশন করা হয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-রেজিস্ট্রেশন ফর্মের এডিট অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করতে হবে।

সঠিকভাবে এ কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধানদের এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd)) ই-রেজিস্ট্রেশন সেবা বক্সে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ