চিরবৈরী প্রতিবেশি ভারতের প্রশংসা করায় গদি হারানোর শঙ্কায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তীব্র কটাক্ষ করেছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ। শনিবার তিনি বলেছেন, যদি তিনি এত বেশিই ভালোবাসেন, তাহলে তার প্রতিবেশী দেশটিতে চলে যাওয়া উচিত।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম। দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে তিনি। এর আগে, ইমরান খান ভারতের প্রশংসা করে বলেছিলেন, ভারত এমন একটি দেশ, যাদের মহান শ্রদ্ধাবোধ রয়েছে। ইমরানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ভারতে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন মরিয়ম নেওয়াজ।
সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া ইমরান খানের ক্ষমতা থেকে বিদায় এখন সময়ের অপেক্ষা মাত্র। শনিবার রাত ৮টার পর দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে। সংসদের অধিবেশন সকালের দিকে মুলতবি হয়ে যাওয়ার পর আড়াইটার দিকে পুনরায় শুরু হয়েছে। তার আগে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেছিলেন, তিনি ভারতের বিরুদ্ধে নন এবং প্রতিবেশি দেশটিতে তার অনেক অনুসারি আছেন।
‘কোন পরাশক্তি ভারতকে তার স্বার্থের বিরুদ্ধে কিছু করতে বাধ্য করতে পারে না। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা (ভারত) রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। কেউ ভারতকে নির্দেশ দিতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা এখানে যা বলেছেন, তারা কি ভারতকেও তা বলতে পারেন? পারবেন না, কারণ ভারত একটি সার্বভৌম দেশ,’ বলেন ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে মরিয়ম নেওয়াজ বলেছেন, ‘খান পাগল হয়ে গেছেন। ক্ষমতা চলে যাওয়া দেখে তিনি পাগল হয়ে গেছেন। তাকে কেউ বলুন যে, নিজের দলই তাকে বহিষ্কার করেছে, অন্যরা নয়।’
৪৮ বছর বয়সী পিএমএল-এনের এই নেত্রী বলেন, ‘যদি ভারতকে এতই ভালো লাগে, তাহলে সেখানে চলে যান এবং পাকিস্তানের জীবন ছেড়ে দিন।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী দলগুলোকে অবাক করে দিয়ে এবারই প্রথম ভারতের প্রশংসা করেছেন, বিষয়টি তেমন নয়। এর আগে, গত সপ্তাহেও স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য ভারতের প্রশংসা করেছিলেন তিনি। খান বলেছিলেন, ‘তারা (ভারতীয়রা) নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষা করে, যা দেশটির জনগণকে কেন্দ্র করে আবর্তিত হয়।’