হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে।
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বড়ইহাটি গ্রামের শহীদ মিয়ার ছেলে শিবলু মিয়া, একই এলাকার আব্দুস শহীদের ছেলে আল আমিন, বোড্ডা গ্রামের চন্দ্র মোহনের ছেলে ইন্দ্র মোহন ও চট্রগ্রামের জসিম উদ্দিনের ছেলে রিপন মিয়া।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম।
তিনি জানান, দুর্ঘটনায় তাৎক্ষণিক চারজন নিহত হন। পরে আহতদের সিলেটে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আরো একজন মারা যান। তবে তার পরিচয় জানা যায়নি।
এর আগে, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঐ সময় দ্রুতগতির আরেকটি বাস এসে গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৪ জন আহত হন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর আরো দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ১২ জনকে সিলেট ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে একজন শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।