ঢাকায় বসে নেতাগিরি করলে হবে না

মৎস্যজীবী লীগের কাজ শহরে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের কাজ গ্রাম বাংলায়, সারা বাংলায়। যেখানে মাছের উৎপাদন হয়, সেটাই আপনাদের কর্মস্থল। ঢাকায় বসে বসে নেতাগিরি করলে হবে না। কমিটি হয়েছে, সে ব্যাপারে অভিযোগ এসেছে, সেটি খতিয়ে দেখা হবে।

রোববার (২২ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে। আজ খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, তেমনি মাছ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। আমরা আরও এগিয়ে যাব। আমাদের একটি সংগঠন আছে, তারা সারা বাংলায় মাছ চাষে উৎসাহ দেওয়ার জন্য প্রচারণা করবে।

তিনি বলেন, আমাদের এখানে মূল সমস্যা হলো, আমরা কথা বলি, কাজ করি কম। আমি আপনাদের রিপোর্ট জানতে চাই। কী কী কাজ করেছেন? শুধু এক একটা দিবস এলে, এখানে বক্তৃতার আসর বসানো হয়। বক্তৃতা শেষ, সব শেষ। পরে আর কোনো কাজকর্ম নেই, শুধু ঘুরে বেড়ানো। এমন মৎস্যজীবী লীগের কোনো দরকার নেই। অকাজে মৎস্যজীবী লীগকে স্বীকৃতি দেব না, স্বীকৃতি দিয়েছি কাজ করার জন্য। কাজ কতটুকু করছেন, সেটা দেখব।

মৎস্যজীবী লীগের নেতারা কয়টি জেলা সফর করেছেন সেটা জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আমার নামে কোনো স্লোগান দেবেন না, স্লোগান দেবেন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে। এত লোকের নামে স্লোগান দেওয়া মোটেও ঠিক না। শেখ হাসিনা থাকলে আমরা আছি। তার হাতে দেশ, এ জন্য বাংলাদেশ আজও পথহারা হয়নি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ