একটি জাল ভোট পড়লেই প্রমাণ সাপেক্ষে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজন্টেসহ সরকারি কর্মকর্তাদের সাসপেন্ড করা হবে। পরবর্তীদের তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোজপুর ও ঝালকাঠি জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব বলেন, উৎসবমুখর পরিবেশে সুন্দর নির্বাচন হয় ৭ জানুয়ারি এর উদাহরণসহ সংজ্ঞা দেব। এ পর্যন্ত ১ হাজার ৩০০ নির্বাচন করেছি। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী অভুতপূর্ব কাজ করেছে। এটা আমাদের গর্বের বিষয়।
দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো কারচুপি করার সুযোগ নেই উল্লেখ করে আহসান হাবীব বলেন, অতীতের কোনো উদাহরণ নয়, ভবিষ্যতের অনুকরণীয় একটি নির্বাচন উপহার দেব। এছাড়া নির্বাচনে দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নেই। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।