বিএনপি পেট্রোল বোমা ছুড়লে জনগণকে নিয়ে প্রতিরোধ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে পেট্রোল বোমা মারার সুযোগ জনগণ দেবে না। আর যদি তারা সেটি করার অপচেষ্টা চালায়, তাহলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি আওয়ামী লীগও জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

সোমবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করার যে রাজনীতি করেছিল, তারা তো সেই রাজনীতিই করেছে। তাদের সেই নেতাকর্মীরাও আছেন। যে নেতারা তখন নির্দেশ দিয়েছিলেন, তারাই এখন নেতৃত্ব দিচ্ছেন। জনগণ তো সব সময় সেই আতঙ্কে আছে।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বিরোধীতা করে বিএনপি জোট শত শত যানবাহন পুড়িয়ে দেয়। পেট্রোল বোমার আঘাতে দগ্ধ মানুষের আহাজারিতে হাসপাতালগুলোর বাতাস ভারি হয়ে ওঠে। পরের বছরও সেটি অব্যাহত থাকে এবং সে সময় বাস ও ট্রেনসহ বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপে মারা যান প্রায় আড়াইশ মানুষ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ